সাইট নির্মাণাধীন...
support@kaziofficesirajganj.com
+৮৮০ ১৭৩১-১৯৯০০৬

বিবাহ রেজিস্ট্রেশন বিধিমালা

বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী মুসলমান বরের বয়স ২১(একুশ) বৎসরের উর্ধ্বে এবং কনের বয়স ১৮(আঠার বৎসরের উর্ধ্বে।

ব্যাক্তি ও বয়স প্রমানের জন্য -জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম সনদপত্র/জে এস সি, এস এস সি সমমান শিক্ষা সনদের ফটোকপি।

যদি কেহ দ্বিতীয় বিবাহ করেন তাহলে পূর্বের বিবাহের (স্বামী/স্ত্রী) তালাক হয়েছে বা (স্বামী/স্ত্রী) মৃত্যু হয়েছে মর্মে সনদ দিতে হবে।

বর ও কনের পাসপোর্ট সাইজের ২ কপি করে রঙ্গীন ছবি।

১৮ বৎসরের উর্ধে নুন্যতম ৩ জন মুসলমান পুরুষ সাক্ষী।

বিবাহ একটি পবিত্র বন্ধন, মুসলিম উম্মাহর জন্য। বিবাহ রেজিস্ট্রেশন প্রচলিত আইন এর সম্মান ও স্বামী/স্ত্রীর বৈবাহিক দলিল দ্বারা প্রমান। সে জন্য যে এলাকায় বিবাহের স্থান যেমন বাসা বাড়ী, হোটেল-রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টার যে খানেই বিবাহ সম্পন্ন হবে সে এলাকার বা ওয়ার্ডের স্থানীয় মুসলিম রেজিস্টার ও তালাক রেজিস্ট্রি কাজীর রেজিস্টার বহিতে বিবাহ রেজিস্ট্রি করা বাধ্যতা মুলক। তবে অন্য ওয়ার্ড বা এলাকার কাজীর রেজিস্টার বহিতে (ভলিয়মে) নয়। উদাহরন স্বরূপ যে এলাকার জমি সে এলাকার সাব রেজিষ্ট্রার দ্বারা রেজিঃ করা বাধ্যতা মূলক। তদ্রুপ মুসলিম ম্যারিজ রেজিষ্ট্রারের বেলায়ও একই নিয়ম।

আপনার পরিচিত ও বিশ্বস্থ্য কাজী বা কাজীর প্রতিনিধি থাকতে পারে তাই বলে তাকে সঙ্গে নিয়ে অন্য কাজীর এলাকায় বিবাহ রেজিস্ট্রি করানো আইনগত বৈধ নহে। প্রকাশিত গেজেট/২০১১ দ্রষ্টব্য। বিবাহ বা কবুল পড়ানোর ক্ষেত্রে আপনার শ্রদ্ধাভাজনের আমন্ত্রণে কোন বাধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিবাহ সংক্রান্ত যে কোন সেবা ও পরিষেবা পেতে

© 2024 alright reserved Kaiz Office | Dev by shapetake