বিবাহের জন্য বর ও কনের বয়স যথাক্রমে সর্বনিম্ন ২১ বছর ও ১৮ বছর হতে হবে।
বয়স প্রমাণের জন্য – অনলাইন জন্ম নিবন্ধন/সনদ/জাতীয় পরিচয় পত্র/ এসএসসি সনদ/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য হবে।
সেই সাথে কমপক্ষে দুইজন প্রাপ্তবয়স্ক মুসলমান সাক্ষী ধারা সাক্ষ্য প্রদান করতে হবে।
তালাকের জন্য:
১) স্বামী কর্তৃক তালাকের জন্য বিবাহের কাবিননামা থাকা জরুরী, তবে বাধ্যতামূলক নয়।
২) স্ত্রী কর্তৃক তালাক গ্রহণের ক্ষেত্রে বিবাহের কাবিননামা বাধ্যতামূলক এবং কাবিননামার ১৮ নং কলামের স্ত্রীর তালাক গ্রহণের ক্ষমতা প্রাপ্ত হওয়া আবশ্যক।
৩) উভয় পক্ষের আপোষ/ খোলা তালাকের ক্ষেত্রে কাবিননামা থাকা ভাল। তবে বাধ্যতামূলক নয়।
🟥✅ “সকল প্রকার তালাকে সনাক্তকারী/সাক্ষী থাকা বাধ্যতামূলক।”