আমাদের সম্পর্কে
কাজী অফিস সিরাজগঞ্জ
নিকাহ্ রেজিস্ট্রারের কার্যালয়
২ ও ১৫ নং ওয়ার্ড
সিরাজগঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ।
জজ কোর্ট , শহীদ শামসুদ্দিন গেট সংলগ্ন সিরাজগঞ্জ।
যোগাযোগ : ০১৭৩১-১৯৯০০৬, ০১৭৮০-৩১২৮০৯
আমার পিতার সম্পর্কে কিছু কথা:
আমি মোঃ শরীফ আল মোস্তাফিজ ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত নিকাহ্ রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি।
কাজী অফিস আমাদের ঐতিহ্য। আমার পিতা মরহুম মাও: কাজী ওসমান গণী ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার নিকাহ্ রেজিস্ট্রার। তিনি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হাজী আহমদ আলী আলিয়া মাদ্রাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন। সেই সাথে তিনি পাবনা আলিয়া মাদ্রাসা হতে আরবি সাহিত্য ও হাদিস বিষয়ে কামিল ডিগ্রী অর্জন করেছিলেন।
তিনি সিরাজগঞ্জ জেলার “কাজী সমিতির” আজীবন সভাপতি ছিলেন এবং বাংলাদেশ জাতীয় কাজী সমিতির “যুগ্ম-সম্পাদক” এবং সম্পাদকসহ নানা পদে বিভিন্ন মেয়াদের দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়া তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির একমাত্র সংগঠন ” বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন” এর নানা পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার জামে মসজিদ মালশা পাড়া কবরস্থান মাদ্রাসা সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। সর্বশেষ বাংলাদেশ জাতীয় কাজী সমিতির
আহবায়কের দায়িত্ব পালন রত অবস্থায় ২০১৩ ইং সনে ইন্তেকাল করিয়াছেন।
মরহুম মাও: কাজী ওসমান গণী
মোঃ শরীফ আল মোস্তাফিজ
আমার পিতার ব্যস্ততার কারনে তাহার নিকাহ্ রেজিস্ট্রার অফিসে আমি নিয়মিত সহযোগিতা করতাম। যার ফলে বিবাহ্ ও তালাক বিষয়ে আমার বিস্তর অভিজ্ঞতা অর্জন হয়। আমি আশাকরি আমি মানুষকে সঠিক পরামর্শ প্রদান করতে পারবো ইনশাআল্লাহ্!
আমার পরিচয়:
আমি ছোটবেলা থেকে সিরাজগঞ্জ শহরেই বেড়ে উঠেছি। তৎকালীন সুনামধন্য “দারুল ইসলাম একাডেমী স্কুল” থেকে প্রাথমিক সমাপনী স্কুল সমাপ্ত করে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ” বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে” ভর্তি হয়ে ৮ম শ্রেণীর পর্যন্ত কৃতিত্বের সাথে পাস করি। আমার পিতা ধর্মভীরু হওয়ার কারণে তিনি দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আমাকে নবম শ্রেণীতে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী “হাজী আহমেদ আলী আলিয়া মাদ্রাসায়” ভর্তি করান। সেখান থেকে দাখিল পাস করার পর উল্লাপাড়া কামিল মাদ্রাসায় আলিম বিভাগে ভর্তি হয়ে যথারীত আলিম পাস করি। সেই সাথে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করি। অতঃপর
সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স পাস করি পরবর্তীতে সিরাজগঞ্জ ল’ কলেজ থেকে কৃতিত্বের সাথে এলএলবি পাস করেছি।
আমরা যে ভাবে কাজ করি।
তথ্য সংগ্রহ।
বর এবং কনের উপযুক্ত বয়স প্রমাণ এর জন্য এনআইডি কার্ড, জন্ম সনদ অথবা পাসপোর্ট যেকোন একটি হলেই হবে। আর পাসপোর্ট সাইজের ছবি, দুই বা ততোধিক ব্যক্তির সাক্ষী সহ ও স্বাক্ষর সংগ্রহ করে থাকি।
আইনী প্রক্রিয়ায় সম্পাদন।
আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত আইন-বিধি-বিধান যথাযথ অনুসরণ করে বিবাহ-তালাক রেজিস্ট্রেশন সম্পন্ন করি।
sirajganj kazi office is the best kazi office in sirajganj we provide best kazi regestation marrige consoutliung and divorce service